Ticker

6/recent/ticker-posts

How Create a Redotpay Account ? In Bengali



 আসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পর আসলাম কিছু লিখার জন্য।

How Create a Redotpay Account


প্রায় ৬ মাস আগে আমি আপনাদের কে redotpay কার্ড এর সাথে পরিচিত করে দিয়েছিলাম। শুরুতে অনেকে আমাকে বলেছে স্ক্যাম কার্ড , আমি ভুয়া রেফারের দিচ্ছি অনেক কিছু।

কিন্তু আমি এমনটি করিনি। শুরুতে আমি নিজে এটি যাচাই বাছাই করে আপনাদের সামনে পোষ্ট নিয়ে হাজির হয়েছিলাম। কারণ আমার মোটেও কোন খারাপ উদ্দেশ্য ছিল না। আমি আপনাদের কার্ড সমস্যা বুঝোতে পেরেছি এবং নিজেও বুঝেছি এই ইন্টারন্যাশনাল কার্ড কতটা গুরুত্বপূর্ণ। কারণ আমি নিজেও এর ভুক্তভুগী। এই ডিজিটাল যুগে একটি ইন্টারন্যাশনাল কার্ড না হলে চলায় অসম্ভব। কারণ বর্তমানে যারা ডিজিটাল প্লেসে রয়েছেন তাদের জন্য সত্যিই একটি কার্ড অনেক গুরুত্বপূর্ণ। সেই কথা বিবেচনা করে আমি আপনাদের সামনে নিয়ে এসেছিলাম এই কার্ডের পরিচয়।


আশা করছি এ কার্ডটি আপনাদের অনেক উপকারে লেগেছে। আমি প্রথম যে কিনা এ কার্ডটি আপনাদের কাছে পরিচিত করে দিয়েছিলাম। এবং বর্তমানে এই কার্ডটি ব্যাপক সাড়া ফেলেছে।


যাইহোক এখন কাজের কথায় আসি। আমি গত ছয় মাস যাবত এই কার্ডটি ব্যবহার করছি এবং এই কার্ড দিয়ে আমি যতগুলো ট্রানজেকশন করেছি প্রত্যেকটি ট্রানজেকশনই আমি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। সেটা বলেন ফেসবুক, গুগল প্লে স্টোর থেকে সফটওয়্যার কেনা, ইন্টারন্যাশনাল হোস্টিং ডোমেইন থেকে ডোমেইন কিনা। কোনটাই বাদ যায়নি। এমনকি এ কার্ড দিয়ে আমি পেপালে ডলার এড করেছিলাম।


এই কার্ড থেকে মোবাইল রিচার্জ করা সম্ভব। এ কার্ডের একটি বৈশিষ্ট্য আমার কাছে অনেক ভালো লেগেছে সেটি হচ্ছে। এই কার্ড তুলনামূলক অন্যান্য কার্ডএর চেয়ে চার্জ অনেক কম।

তো যারা এখনো এ কাজ সম্পর্কে জানেন না তারা চাইলে আমার আগের পোস্টগুলো দেখতে পারেন। তবে যেহেতু তারা অনেক আপডেট করেছে সেজন্য আজকের এই পোস্টে আমি দেখাবো আপনারা যারা নতুন আছেন তারা কিভাবে এই কার্ডের জন্য রেজিস্ট্রেশন করতে পারেন।


শুরুতেই আপনাকে গুগল প্লে স্টোর থেকে redotpay সার্চ দিয়ে redotpay আপনার ফোনে ইন্সটল করে নিবেন। অথবা নিচে যাওয়ার লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর যারা আইফোন ইউজার আছেন তারা অ্যাপল স্টোর থেকে এটি ডাউনলোড করে নিবেন।


আজকে আমি সম্পূর্ণ প্রসেস দেখাবো, যেখানে কিভাবে এনআইডি দিয়ে একটি ভেরিফাই করবেন প্রত্যেকটি প্রসেস আজকে সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করছি পুরো পোস্ট আপনারা অনেক মনোযোগ দিয়ে পড়বেন এবং বোঝার চেষ্টা করবেন।


কারণ অনেকেই এই, ভেরিফিকেশন করতে আপনাদের সমস্যা হয় এবং আপনাদের এনআইডি রিজেক্ট হয়। তাই আশা করি আজকের এই পোস্টটি আপনি ভালোভাবে বোঝার চেষ্টা করলে সহজেই এই সমস্যাটি সমাধান করতে পারবেন।

তো চলুন বাকি প্রসেস গুলো সম্পন্ন করি:

Download link

১. উপরের দেওয়া লিঙ্ক থেকে ইন্সটল করার পর। অ্যাপস টি ওপেন করলে নিজের মতন দেখতে পাবেন।


How Create a Redotpay Account


স্ক্রিনশটে দেখানো রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে বাকি প্রসেস গুলো সম্পন্ন করতে হবে।
২. রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার সাথে সাথে নিচে দেখানো এমন একটি পেজ আসবে।

How Create a Redotpay Account

এখন প্রথমে আপনি একটি ইমেইল দিবেন অথবা gmail দিবেন,
এরপর শক্ত একটি পাসওয়ার্ড দিবেন। যেটা অবশ্য মনে রাখবেন, কারণ প্রতি ক্ষেত্রেই পাসওয়ার্ড ব্যবহার করে আপনাকে লগইন করতে হবে।  Invite Code এ আমার রেফারটি ব্যবহার করবেন। তাহলে ৬০০ টাকার ভিতরে আমি কার্ড নেওয়ার ব্যবস্থা করে দিব।
My code: 5pjzf

সবার শেষে আমি কতগুলো কার্ড এক্টিভ করে দিয়েছি সেটা দেখাবো।

৩. এরপর একটি ক্যাপচার ইমেজ আসবে, সেটিকে শুধু বাণীর থেকে টানে নিয়ে, ফাঁকা স্থানে বসিয়ে দিবেন। তাহলে ক্যাপচাটি সম্পন্ন

How Create a Redotpay Account

৪. এবার ইমেল একটি কোড আসবে , সেটি বসিয়ে ভেলিফাই করে দিবেন।

How Create a Redotpay Account

৭. এখানে ক্লিক করলেই, মোবাইল ভেরিফাই করার জন্য অপশন দিবে। আপনার একটি নাম্বারটি দিয়ে এটি ভেরিফাই করে নেন।

আশা করছি খুব দুটোই আপনার কাজটি সম্পন্ন হয়ে যাবে। এটি ডকুমেন্ট সেন্ড করার সাথে সাথেই আপনাকে একটি নোটিফিকেশন জানিয়ে দিবে যে এটি হতে কত সময় লাগবে। তবে এটি হতে বেশি সময় লাগে না ৫ থেকে 10 মিনিটের ভিতরে হয়ে যায়। তবে বিশেষ মুহূর্তে সময় ৩০ থেকে ১ ঘণ্টার মতন লাগতে পারে।
তবে আমার নিয়ম ফলো করলে অবশ্যই তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ ভেরিফিকেশনটি নির্ভর করে আপনার ডকুমেন্টের কোয়ালিটির উপর। আপনি যদি স্পষ্ট করে ডকুমেন্ট সেন্ড করেন তাহলে দ্রুত হয়ে যাবে।

এখন আসি আমি, কতজনকে এই কার্ড নিতে সাহায্য করেছে। নিচের স্ক্রিনশটটি দেখলেই বুঝতে পারবেন আমি পাই ৮০ প্লাস মানুষকে এই কার্ডটি নিতে সাহায্য করেছি। বর্তমানে ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় আগের রেটে দেওয়া সম্ভব হচ্ছে না। তাই যারা আমার মাধ্যমে কার্ড নিতে চান। তারাও অবশ্যই আমার রেফার কোড টি ব্যবহার করবেন। কারণ রেফার করতে ব্যবহার না করলে আমি কম রেটে ডলার দিতে পারব না। এটি শুধু কার্ড নেওয়ার ক্ষেত্রেই প্রযোজ্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ